ডাঃ নিতীশ কৃষ্ণ দাস এদেশের একজন প্রথিতযশা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২০১০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) থেকে ডেন্টাল সার্জারিতে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।
নিজের পেশাগত উৎকর্ষতা সাধনের জন্য এরপর তিনি বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অর্গানাইজেশন থেকে (অবসার্ভারসিপি ট্রেনিং অন ওরাল ক্যান্সার, টাটা হাসপাতাল, মুম্বাই: মাইক্রোভাসকুলার সার্জারি ট্রেনিং, গংগা হাসপাতাল, ভারত, ডেন্টাল ইমপ্লান্ট, চোয়ালের জয়েন্ট, ম্যাক্সিলোফেসিয়াল ট্রমা, AOCMF) বিভিন্ন বিষয়ে আপডেটেড অ্যাডভান্সড ট্রেনিং গ্রহণ করেন।
তিনি মুখ, মুখমন্ডল ও চোয়ালের ক্যান্সার ও টিউমার, মুখের বিভিন্ন ঘা, আঘাত জনিত বা অন্যান্য কারণে ভেংগে যাওয়া চোয়াল, নাক, চোখ এর সঠিকীকরণ ও সৌন্দর্যবর্ধন করণ সার্জারি, চোয়ালের জয়েন্টের সমস্যা, হা করতে না পারা, ক্যান্সার, টিউমার বা অন্যান্য কারণে ক্ষতি হয়ে যাওয়া অংশের রিকন্সট্রাকশন, মাইক্রোভাসকুলার সার্জারি, ডেন্টাল ইমপ্লান্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসিডিউর অত্যন্ত দক্ষতা, সুনাম ও আস্থার সাথে সম্পন্ন করে আসছেন।
বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ওরাল এন্ড ম্যাক্সসিলোফেসিয়াল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
Dr. Nitish Krishna Das
BDS, MCPS, FCPS, BCS (Health)
Assistant Professor
Department of Oral and Maxillofacial Surgery
Shaheed Suhrawardy Medical College & Hospital
Oral Cancer, Reconstruction, Maxillofacial Trauma & Implant Specialist