আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ওরাল ক্যান্সার রোগীর অপারেশন করলাম। এ ধরনের সার্জারি কোন আলাদা কিছু নয় বরং নিত্তনৈমিত্তিক ব্যাপার। তবে আজকের অপারেশনের বিশেষত্ব দুটি।
১. আজকের অপারেশনে আলাদাভাবে কোন সহকারী ছিল না। যারা ছিল সবাই সহকারী আবার সবাই সার্জন।
২. আজকের অপারেশন ছিল Fastest Operation.
নীচের চোয়ালের অর্ধেক ফেলা( Hemimandibulectomy with disarticulation) ও নেক ডিসেকশন (Extended Supraomohyoid Neck dissection, level I-IV) করতে সময় লেগেছে মাত্র ১ ঘন্টা।
টিমওয়ার্ক, পারস্পরিক সমন্বয় ও প্রয়োজনীয় ওটি সেট আপ থাকলেই কেবল এটা সম্ভব।
ধন্যবাদ ডা,হেলাল ভাই, ডা, শামীম ভাই ও ডা, মাহমুদা আপাকে।
এবং অবশ্যই ধন্যবাদ এনেস্থেটিস্ট ও সংশ্লিষ্ট সবাইকে